Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলের হয়ে খেলতে আর্জেন্টিনায় মেসিরা

admin

প্রকাশ: ২২ মার্চ ২০২৩ | ০১:৪২ অপরাহ্ণ | আপডেট: ২২ মার্চ ২০২৩ | ০১:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
জাতীয় দলের হয়ে খেলতে আর্জেন্টিনায় মেসিরা

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
গত রোববার প্যারিসে খেলতে নেমেছিলেন ক্লাব পিএসজির হয়ে। রেনের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সেই ম্যাচ শেষে মাঠ ছাড়েন দলের ০-২ গোলের হারের হতাশায় মাথা নিচু করে। তবে সেই হতাশা প্যারিসেই ঝেড়ে ফেলে লিওনেল মেসি নিজ দেশ আর্জেন্টিনায় ফিরলেন মাথা উঁচু করে। দেশের মাটিতে পা দিয়েই আর্জেন্টাইন তারকা ডুবে যান সমর্থকদের অসীম ভালোবাসার সাগরে।

না, বেড়ানোর উদ্দেশ্যে ফ্রান্স থেকে আর্জেন্টিনায় যাননি মেসি। তিনি এবার দেশে ফিরেছেন আবার আর্জেন্টিনার সাদা-কালো জার্সি গায়ে মাঠ মাতানোর জন্য। এবারের আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২৪ ও ২৮ মার্চ প্রীতি ম্যাচ দুটি তারা খেলবে পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে। এই দুটি প্রীতি ম্যাচ খেলতেই মেসি এখন আর্জেন্টিনায়।

Manual7 Ad Code

২০২২ কাতার বিশ্বকাপের আগে অবসরের আভাস দিয়েছিলেন। তবে কাতারে প্রথম বারের মতো বিশ্বকাপ জয়ের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন মেসি। অনেক সাধনার বিশ্বকাপ জয়ের পরপরই তিনি জানিয়ে দেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরো কিছু ম্যাচ খেলতে চাই আমি।’ মেসির সেই স্বপ্ন পূরণের শুরু হতে যাচ্ছে ২৪ মার্চ।

Manual3 Ad Code

বিশ্বকাপ জয়ের পর পানামার বিপক্ষেই প্রথম বারের মতো খেলতে নামছে আর্জেন্টিনা। সুতরাং ম্যাচটিকে ঘিরে বিশ্বচ্যাম্পিয়ন মেসিদের উন্মাদনার শেষ নেই। শুধু মেসিই নন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের প্রায় সব তারকাই রয়েছেন এই দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে। কাজেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজসহ ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা বিশ্বকাপজয়ী দলের প্রায় সব তারকাই ফিরেছেন আর্জেন্টিনায়।

রোববার রেনের বিপক্ষে ম্যাচটি শেষ হওয়ার পরপরই আর্জেন্টিনার বিমান ধরেন মেসি। বুয়েনস আইরেস বিমান বন্দরে গিয়ে পৌঁছান সোমবার। বিমান থেকে নেমে মেসি বুয়েনস আইরেসেরই একটা হোটেলে গিয়ে ওঠেন। হোটেলে পৌঁছে মেসি তো অবাক! তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে হোটেল প্রান্তরে যে লোকে লোকারণ্য।

Manual3 Ad Code

বিশ্বকাপজয়ী বিশ্বসেরা মেসি দেশে ফিরছেন, এই খবর আগেই ছড়িয়ে পড়ে আর্জেন্টিনায়। তাই বিশ্বজয়ী নায়ককে আরেকবার শুভেচ্ছা জানাতে আর্জেন্টাইন সমর্থকরা ভিড় জমায় হোটেলে। তারা করতালি আর স্লোগানে স্লোগানে শুভেচ্ছা জানান প্রিয় তারকাকে। সমর্থকদের ভালোবাসায় জুড়িয়ে যায় মেসির শরীর-মন। সমর্থকদের শুভেচ্ছা বৃষ্টিতে ভিজে আনন্দে গদগদে হয়ে তিনি ঢুকে যান হোটেলে নিজের জন্য বরাদ্দ রুমে। গতকাল মেসি-মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, জুলিয়েন আলভারেজরা অনুশীলনও করেছেন একসঙ্গে।

 

Manual2 Ad Code

শেয়ার করুন