Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের জালে ২০ জন

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ০৪:২১ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ | ০৪:২১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের জালে ২০ জন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের ইলেক্ট্রিক সাপ্লাই ও দক্ষিণ সুরমা থেকে ২০ জুয়াড়িকে জালে ভরেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ও শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।

Manual1 Ad Code

এর মধ্যে শুক্রবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাট এলাকার মারজান আবাসিক হোটলের সামন থেকে ৫ ও শনিবার (১৬ মার্চ) ভোররাত এয়ারপোর্ট থানাধীন ইলেক্ট্রিক সাপ্লাই এলাকা থেকে ১৫ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- শাহ আলম (৪৭), রিপন আহমদ (৩২), নুরুল ইসলাম (৪০), মাসুম আহমদ (৩৪), মো. আলম মিয়া (২৬), আব্দুল হান্নান (৫২), আলাল মিয়া (২৮), সোহেল খান (২৯), শিপন মিয়া (৫৪), মো. শফিক (৩৮), আব্দুল আলী (৩৮), ফকরুল ইসলাম (৪০), সাবেল আল-আমিন (৩০), তাজুল আহমদ (৩৮), মো. দুলাল মিয়া (৪৬), ইকবাল হোসেন (৪৫), মামুন মিয়া (৩৭), জিয়াউর রহমান (৩৪), ইউসুফ মিয়া (২৬) ও আবুল হোসেন (৫১)।

Manual6 Ad Code

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন