আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

Daily Ajker Sylhet

admin

১৮ মার্চ ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ


আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ত্রিশালে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। এ সময় তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৭ মার্চ) রাত ১০টার দিকে ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া শিমুলিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

তারা হলেন- ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫), এএসআই মো. রাকিব (৩৯)।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া জানান, বেদেনা নামে এক ওয়ারেন্টের আসামি ধরতে যায় পুলিশ। এ সময় তার ছেলে নাইম ও হারুন দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে আহত করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ জাহাঙ্গীর জানান, এএসআই রাকিবের পেটে, এসআই ইসমাইলের পিঠে ও এএসআই গোলাম রসুলের কনুইয়ে কোপানোর আঘাত রয়েছে। তাদের মধ্যে রাকিবের অবস্থা গুরুতর।

Sharing is caring!