কদমতলীতে পানিতে পড়ে তরুণের মৃত্যু
১৮ মার্চ ২০২৪, ১২:৫৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় পানিতে ডুবে মো. কামাল হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মার্চ) রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কামাল মুন্সিগঞ্জের লৌহজং থানার হলদিয়া গ্রামের আসলাম মিয়ার ছেলে। বর্তমানে জুরাইন বিড়ির ফ্যাক্টরি গলিতে ভাড়া থাকে।
নিহতের বড় ভাই জামাল জানান, আমার ছোট ভাই কামাল মৃগী রোগী ছিল। আজ সন্ধ্যায় ইফতারির পর জুরাইনের বিড়ি ফ্যাক্টরির পাশে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যায়। পরে খবর পেয়ে খালের পানি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসক জানান— আমার ভাই আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।