সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
১৯ মার্চ ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
সোমবার (১৮ মার্চ) সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জসিম মিয়া। নিহত জসিম মিয়া চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ সৌদি আরবের মদিনায় কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জসিম মিয়া। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সৌদি আরবের স্থানীয় সময় সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর হয় তার।
নিহতের চাচা পাইকপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাসুক মিয়া তালুকদার জানান, গত ৬ মাস আগে জসিম মিয়া জীবিকার তাগিদে সৌদি আরবে যান। সেখানে শ্রমিকের কাজ করতেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী জানান, প্রবাসী জসিম মিয়া ইউপি সদস্য মো. মাসুক মিয়া তালুকদারের ভাতিজা। পরিবারের লোকজন সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেবেন।