সিলেটের দুই ছাত্রদল কর্মীর বিরুদ্ধে ময়মনসিংহে সাইবার মামলা

Daily Ajker Sylhet

admin

২০ মার্চ ২০২৪, ০৪:৪০ অপরাহ্ণ


সিলেটের দুই ছাত্রদল কর্মীর বিরুদ্ধে ময়মনসিংহে সাইবার মামলা

স্টাফ রিপোর্টার:
সিলেটের দুই ছাত্রদল কর্মীসহ ৭ জনের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। শেরপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি মো. হাসানুর রহমান ১৬ মার্চ ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনের ২৫(১) ও ২৯ (১) ধারায় এ মামলা করেন। যার সাইবার মামলা নং-২৩/২০২৪।

মামলার আসামীরা হচ্ছেন- সিলেট ছাত্রদলের মো. কাওসার আহমদ রিফাত, সিলেটের জৈন্তাপুর দরবস্তের মো. ফয়েজ আহমদ, অন্যান্য এলাকার আমিনুল ইসলাম সফর, মো. আব্দুল্লাহ আল মামুন, শাহ মাহমুদুল হাবিব ইমন, মো. সানায়ুর রহমান চৌধুরী ও মো. কয়সর রশীদ।

সোস্যাল মিডিয়া ফেইসবুকে শেরপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগ সভাপতি মো. হাসানু রহমানকে অশ্রাব্য ভাষায় মানহানীকর গালমন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্র মন্ত্রীসহ বর্তমান সরকারের শীর্ষ কর্তাব্যক্তিদেরকে নানা আপত্তিকর অভিধায়ে অভিধিত ও ছবি বিকৃত করে অকথ্য ভাষায় কঠোক্তি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

বাদী পক্ষের আইনজীবী ময়মনসিংহ জেলা বারের সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানী শেষে আদালত মামলাটি গ্রহন করেন এবং তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহকে নির্দেশ দিয়েছেন।

Sharing is caring!