দেশে এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

Daily Ajker Sylhet

admin

২২ মার্চ ২০২৩, ০৬:২৬ অপরাহ্ণ


দেশে এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি দেশে এসেছেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। সূত্র জানায়, বর্তমানে তিনি গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।

এর আগে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। তার কিছু দিন পর কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও ঢাকায় আসেন এবং মায়ের সঙ্গে অবস্থান করেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বছরের ১৬ জানুয়ারি লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন শর্মিলা।

 

Sharing is caring!