আবারও এপিবিএনের জালে ২ মানব পাচারকারী

Daily Ajker Sylhet

admin

২৫ মার্চ ২০২৪, ০১:০১ অপরাহ্ণ


আবারও এপিবিএনের জালে ২ মানব পাচারকারী

স্টাফ রিপোর্টার:
আবারও দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)। রবিবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় নরসিংদী জেলার বেলাবো থানার নারায়ণপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে এপিবিএন সিলেট ইউনিটের সদস্যরা।

এদিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের এই বিশেষ ইউনিটটি।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী জেলার বেলাবো থানার খালিয়া কান্দি এলাকার জিনেস চন্দ্র বিশ্বাসের ছেলে পলাশ চন্দ্র বিশ্বাস (৩৪) ও একই এলাকার অমৃত চন্দ্র বিশ্বাস (৫০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক এস এম আল মামুন নেতৃত্বে তালিকাভুক্ত মানবপাচারকারীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বেলাবো থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Sharing is caring!