শিবগঞ্জে খেলতে গিয়ে দুর্বৃত্তদের ছুরি কাঘাতে আহত ৩

Daily Ajker Sylhet

admin

২৮ মার্চ ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ


শিবগঞ্জে খেলতে গিয়ে দুর্বৃত্তদের ছুরি কাঘাতে আহত ৩

স্টাফ রিপোর্টার:
সিলেটের শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন গুরুত্ব আহত হয়েছেন।
বুধবার (২৭ মার্চ) রাত ১১টায় শিবগঞ্জ ছকার ইনডোরের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শিবগঞ্জের আহাদ আলীর ছেলে মো. রাহিম আহমদ (১৮), জালালাবাদের হাটখোলা ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে শমসের (৩২), লালাবাজারের আকিদ মিয়ার ছেলে ফাহিম আহমদ (১৯)।

আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ২৯ নং ওয়ার্ড ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানাান, রাতে শিবগঞ্জের ইনডোরে খেলতে যান এই ৩ জন। হঠাৎ করে একদল দুর্বিত্ত দাওয়া দিলে তারা গেইটের সামন দিয়ে দৌঁড়ে পালানোর সময় খেলতে যাওয়া ওই তিনজনকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

আহতদের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ থানার এস আই মিজানুর রহমান।

Sharing is caring!