রাজনগরে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল নুরজাহান বেগমের

Daily Ajker Sylhet

admin

০১ এপ্রি ২০২৪, ০৫:০১ অপরাহ্ণ


রাজনগরে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল নুরজাহান বেগমের

মৌলভীবাজার প্রতিনিধি:
গ্যাসের চুলা থেকে আগুন লেগে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার ভোররাতে রাজনগর উপজেলার কদমহাটা গ্রামে এই ঘটনা ঘটে।

এসময় আগুনে ২টি গরু ও ৩টি ছাগল পুড়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

জানা যায়, উপজেলার কদমহাটা বাজারের পূর্ব পাশে কদমহাটা সৈয়দ লাল মিয়া (কেরানী) বাড়ির কেয়ারটেকার ময়না মিয়ার বসত ঘরে গ্যাসের চুলা থেকে আগুন লাগে। ভোর ৫টার দিকে আগুন লাগার পর দমকল বাহিনী আগুন নেভালেও ময়না মিয়ার মা বৃদ্ধা নুরজাহান বেগম দগ্ধ হয়ে মারা যান।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে হাড় ছাড়াবৃদ্ধার সারা শরীর পুড়ে গেছে। ময়নাতদন্ত করার কোন সুযোগ নাই তাঁর হাড়গুলো দাফন করা হয়েছে।

Sharing is caring!