সিলেটে সালিশে ছুরি কাঘাতে রিকশাচালক নিহত
০৩ এপ্রি ২০২৪, ০২:১২ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে চাকুর আঘাতে মনাই মিয়া (৩৫) নামে একজন রিকশাচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পুর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বুরকান আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামের কালাম মিয়ার কাছে নিহতের শালিকা বিয়ে দিয়েছিলেন। দেড় বছর আগে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়।এ নিয়ে আদালতে মামলাও চলছে। এ বিষয়ে আজ মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ঘটনাস্থলে সালিশ বসেছিলো। সালিশের এক পর্যায়ে উঠানের বাহিরে এসে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া মনাই মিয়াকে চাকু দিয়ে আঘাত করেন। পেটে চাকুর আঘাতে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন মনাই মিয়া। স্থানীয়রা তাকে নিয়ে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক বিধান সরকার জানান, ভিকটিম আগেই মারা গেছেন।হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। চাকুর আঘাতে ভিকটিমের তলপেট কেটে নাড়ি বেরিয়ে গেছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। প্রাথমিক ভাবে জানতে পেরেছি ভিকটিম একজন রিকশা চালক।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খোজ নিচ্ছি।মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।