সিলেটে ৯ জুয়াড়ি আটক

Daily Ajker Sylhet

admin

০৩ এপ্রি ২০২৪, ০২:৩১ অপরাহ্ণ


সিলেটে ৯ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার:
সিলেটে জুয়া খেলার সময় হাতেনাতে ৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিন সুরমা থানাধীন এনাম মিয়ার কলনী, খোজারখলা, মার্কেজ পয়েন্ট থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মহনগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন, দক্ষিণ সুরমার আহমদ আলী (৩০), জামিল আহমদ (২৩), উজ্জল আহমেদ (২৫), মোগলাবাজারের জুনেদ আহমদ (৪০), কিশোগঞ্জের বাবুল মিয়া (৩২), সুনামগঞ্জের রিংকু রায় (২৭), গোলাপগঞ্জের মো. সেলিম উদ্দিন (২৯), বাহুবলের দকির আলী (২৮) ও সুনামগঞ্জের বাচ্চু মিয়া (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ তাদেরকে আটক করা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!