মহানগরে হাতেনাতে আরও ১০ জুয়াড়ি আটক
০৪ এপ্রি ২০২৪, ০১:৩৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেটে হাতেনাতে আরও ১০ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ( ৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার কোতোয়ালি মডেল থানাধীন বেতেরবাজার আলপুর রিক্সা গেরেজের ফাঁকা জায়গায় জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটকৃতরা হলেন, শাহান আলী(৩৭), মাসুদ মিয়া (৪০), মো. সাগর আহমদ (২৩), মো. নয়ন (২৭), ওবায়দুল হোসেন (৪০), মো. মাস্টার মিয়া (৪৫), মো. শাহীন আহমদ (২৮), মো. আলম (৩৫), মো. সনজু মিয়া (৫৫) ও মো. মোয়াজ্জেম হোসেন ।
পুলিশের ওই কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত সোমবার ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ।