পূর্ণগ্রাস: আজ দিনের বেলায় ৪ মিনিট অন্ধকার, বাংলাদেশ থেকে কি দেখা সম্ভব?

Daily Ajker Sylhet

admin

০৮ এপ্রি ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ


পূর্ণগ্রাস: আজ দিনের বেলায় ৪ মিনিট অন্ধকার, বাংলাদেশ থেকে কি দেখা সম্ভব?

আন্তর্জাতিক ডেস্ক:
আজ সোমবার (৮ এপ্রিল) দিনের বেলায় পৃথিবীতে ৪ মিনিট অন্ধকার নেমে আসবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ৫০ বছর পর ফের এমন দৃশ্য দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না।

মহাজাগতিক এ দৃশ্য দেখা যাবে আমেরিকা, কানাডা ও মেক্সিকো, পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে। এসব জায়গায় অন্ধকার নেমে আসতে পারে; এজন্য সতর্কবার্তা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞানীরা জানান, আজ স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। এবারের সূর্যগ্রহণের বিশেষত্ব হল তার স্থায়িত্ব। অর্ধশত বছরের মধ্যেই এটিই সবচেয়ে দীর্ঘতম।

বিজ্ঞানীরা জানান, পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন এক সারিতে চলে আসে এবং পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে, তখন গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরণ নির্ভর করে। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। আগামীকালই সেই পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে।

উল্লেখ্য, এর আগে ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল; আবার হতে পারে ২০৭৮ সালে।

Sharing is caring!