Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে সিলেটি নারীকে খুন করা সেই যুবক গ্রেফতার

admin

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ০৩:১৩ অপরাহ্ণ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ | ০৩:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
লন্ডনে সিলেটি নারীকে খুন করা সেই যুবক গ্রেফতার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
যুক্তরা‌জ্যের ব্রাড‌ফো‌র্ডে স্ত্রী‌ কুলসুমা আক্তার শিউলীকে সন্তা‌নের সাম‌নে হত‌্যার দা‌য়ে ঘাতক স্বামী হা‌বিবুর রহমান মাসুমকে (২৫) গ্রেপ্তার ক‌রে‌ছে ওয়েস্ট ইয়র্কশায়ার পু‌লিশ। কুলসুমার গ্রা‌মের বাড়ি সি‌লে‌টের বিশ্বনাথ উপজেলায়।

Manual7 Ad Code

যুক্তরা‌জ্যের ওল্ডহামে বসবাসরত নিহত শিউলীর ভাই‌ আক্তার হোসেন অভিযোগ ক‌রে জানান, গত শনিবার পাঁচ মাস বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে বের হয়েছিলেন শিউলী। সে সময় শিশুর সামনেই শিউলীকে (২৭) ছুরিকাঘাত করেন মাসুম। এতে শিউলী মারা যান। তবে শিশুটির কিছু হয়নি।

প্রকাশ্যে ছুরি মেরে হত্যার পর থে‌কে ওল্ডহামের বাসিন্দা মাসুম পলাতক ছি‌লেন। তাকে খুঁজে বের করতে বড় ধরনের অভিযান চালায় পুলিশ। পরে ব্রাডফোর্ড থেকে ১৮০ মাইল দূরের অ্যালিসবারি থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মাসুমই ওই শিশুসন্তানের বাবা বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

Manual6 Ad Code

তিনি আরো জানান, শিউলীর পোস্টম‌র্টেম শে‌ষে মর‌দেহ পেলে জানাজা ও দাফ‌নের ব‌্যাপা‌রে ‌সিদ্বান্ত নেওয়া হ‌বে।

Manual1 Ad Code

শেয়ার করুন