Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

admin

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩ | ০৪:০৬ অপরাহ্ণ | আপডেট: ২৩ মার্চ ২০২৩ | ০৪:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

Manual6 Ad Code

টাঙ্গাইল প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহত জহুরুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আবদুল কুদ্দুস নুরু মিয়ার ছেলে।

Manual4 Ad Code

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাকের চালকের সহকারী মো. হায়দার জানান, তারা ঘোড়াশাল থেকে চিনি নিয়ে রাজশাহী যাচ্ছিলেন। পথে কালিহাতী উপজেলার এলেঙ্গা চরভাবলা এলাকায় পৌঁছলে বগুড়া থেকে ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আলুভর্তি ট্রাকচালক নিহত হন। এ সময় আহত হন চিনিভর্তি ট্রাকচালক এবং আলুভর্তি ট্রাকের সহকারী। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ওসি সফিকুল ইসলাম জানান, আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন