হবিগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চালসহ আটক ১
১৬ এপ্রি ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির ২৯ বস্তা সরকারি চালসহ এক গোডাউন মালিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোডাউন মালিক জুয়েল মিয়া (২৬) কে মমালা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জুয়েল মিয়া উপজেলার পাইকুড়া গ্রামের লাল মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায়।
তিনি জানান, সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদপুর মধ্য বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোর নামক একটি দোকানের গোডাউনে পাচারের উদ্যোশ্যে রাখা ২৯ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ করা হয়। এসময় আটক করা হয় দোকান মারিক জুয়েল মিয়াকে।