দিরাইয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ২ কৃষক

Daily Ajker Sylhet

admin

১৭ এপ্রি ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ


দিরাইয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ২ কৃষক

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর ও কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত উকিল আলীর ছেলে মালেকনুর (৪৫) নিহত আব্দুন নুর কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

 

পৃথক বজ্রপাতে নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন। কুলঞ্জ ইউপি চেয়ারম্যান একরার হোসেন ও ভাটিপাড়া ইউপি সদস্য এমদাদ চৌধুরী মিন্টু।

 

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, চার সন্তানের জনক নিহত মালেক নুর হাওরে পাকা ধান মাড়াই কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজের পর হঠাৎ কালবৈশাখী ঝড়ের সাথে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে নিহত মালেক নুর মাটিতে লুটিয়ে পরেন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়।সেখানে কর্তব্যরত চিকিৎক মালেক নুরকে মৃত ঘোষণা করেন।

 

প্রায় একই সময়ে কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুন নুর হাওর থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের কবলে পরে ঘটনাস্থলেই নিহত হন। দিরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন বজ্রপাতে নিহতের খবর পেয়েছি ।

Sharing is caring!