সড়কের পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার

Daily Ajker Sylhet

admin

১৮ এপ্রি ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ


সড়কের পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত তরুণী (২৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আন্দিউড়া বুল্লা সড়কের বানেশ্বর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম।

তিনি জানান, ওই এলাকায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আতিকুল ইসলাম বলেন, পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে কাজ করছে।

Sharing is caring!