শাবনূরকে নিয়ে শৈশবের মুগ্ধতা ছড়ালেন পরীমনি
২১ এপ্রি ২০২৪, ০২:০২ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এই নির্বাচন ঘিরে বিএফডিসিতে বসেছিল তারকার মেলা। উৎসবমুখর পরিবেশে তারকারা ভোট দিতে হাজির হয়েছিলেন শুক্রবার সকাল ৯টা থেকেই। নতুন ও পুরনো সব তারকাই এক হয়েছিলেন এই দিনে।
ওইদিন ভোট দিতে বিএফডিসিতে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। একই সময়ে সেখানে ছিলেন পরীমনি। শাবনূরকে দেখে পরীমনি তাকে জড়িয়ে ধরেন। শাবনূরও পরীকে দূরে রাখেননি। দুজনে একসঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন। দুই নায়িকার সৌহার্দপূর্ণ সম্পর্ক নজর কাড়ে সবার।
সেই সময়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন পরীমনি। শাবনূরকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেন পরীমনি। তার ভাষায়, ‘একজন শাবনূর। একজন সুপারস্টার। এক শৈশবের মুগ্ধতা। একজন সুন্দর মনের মানুষ। একটা ভালোবাসা।’
বর্তমানে শাবনূর নিয়মিত সিনেমা না করলেও একসময় বড়পর্দা দাপিয়ে বেড়িয়েছেন এই অভিনেত্রী। শাবনূরকে এই প্রজন্মের অনেক তারকার শৈশবের ভালোবাসা বলেন। এবারে শাবনূরকে নিয়ে যে শৈশব থেকেই পরীর মুগ্ধতা কাজ করে সেটাই স্পষ্ট হয়ে উঠে তার ভাষায়।