আড়াই ঘণ্টার বৈঠকে যে কথা হলো এরদোগান-হানিয়ার

Daily Ajker Sylhet

admin

২১ এপ্রি ২০২৪, ০২:০৬ অপরাহ্ণ


আড়াই ঘণ্টার বৈঠকে যে কথা হলো এরদোগান-হানিয়ার

অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবারের এ সাক্ষাতে এরদোগানের সঙ্গে তার প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক হয়।

তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসমাইল হানিয়া শুক্রবার কাতারের রাজধানী দোহায় নিজ দপ্তরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাসান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই তিনি আঙ্কারা ছুটে যান তিন দিনের সফরে।

খবরে বলা হয়েছে, বৈঠকে হানিয়া ও এরদোগান গাজায় ইসরাইলি ভয়াবহ গণহত্যা বন্ধ এবং অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ তৎপরতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

এ সময় এরদোগান দাবি করেন, তিনি ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য নিরলসভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, সম্প্রতি ইরানের সঙ্গে ইসরাইলের যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে গাজাবাসীর দুর্দশা থেকে মনযোগ অন্যদিকে চলে যেতে দেওয়া ঠিক হবে না। এতে ইসরাইল লাভবান হবে বলেও তিনি মন্তব্য করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর এটাই হানিয়ার প্রথম আঙ্কারা সফর এবং তুর্কি নেতার সঙ্গে সরাসরি বৈঠক। এ সময় উভয় নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়েও আলোচনা করেন।

 

Sharing is caring!