পুলিশের খাঁচায় তিন জুয়াড়ি
২১ এপ্রি ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেটে জুয়া খেলার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিন জুয়াড়ি। শনিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার কলবাখানী চাষনীপীর রোডে ইকবাল মিয়ার গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- এমদাদুল তালুকদার (৩৫), মোঃ মখলিছুর রহমান (৪৫), মোঃ সোহাগ (২৫)।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।