মধ্যনগরে ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

২৩ এপ্রি ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ


মধ্যনগরে ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের মধ্যনগরে ৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা চামরদানী ইউনিয়নের দুগনই বদলপুর গ্রামের উড়াবিলের কান্দা হতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়বারাসহ ২ জন মাদক কারবারিকে আটক করে মধ্যনগর থানা পুলিশ।

আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মোঃ শফিক মিয়া ছেলে মোঃ মাজু মিয়া(৩০) ও মৃত জুয়াদ চৌধুরীর ছেলে মোঃ রিপন চৌধুরী(৩৬)।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, রবিবার রাত সাড়ে ৮টার দিকে মধ্যনগর থানা পুলিশেষ একটি চৌকশ টিম বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ২জন কারবারিকে আটক করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রজু প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যহত থাকবে।

 

Sharing is caring!