সিলেটে বহুতল ভবন থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

Daily Ajker Sylhet

admin

৩০ এপ্রি ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ণ


সিলেটে বহুতল ভবন থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর তালতলা এলাকার সুরমা টাওয়ার থেকে পড়ে মো. বুরহান উদ্দিন নামে এক সিসিক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মো. বুরহান উদ্দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাইপার কেরামতনগর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে।

তিনি সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

জানা যায়, মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি আত্মহত্যা করার কথা জানিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন, শুনেছি মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বুরহানের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

Sharing is caring!