কাজিরবাজার থেকে ৭ জুয়াড়ি আটক
০১ মে ২০২৪, ০১:৪১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন কাজিরবাজারের কাঠালহাঠা থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা (ডিবি) শাখার একটি টিম।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে জুয়া খেলারত অবস্থঅয় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শাকিল আহমেদ (৩১), মো. আনোয়ার হোসেন (৪৫), আব্বাস আলী (৫৬), হায়দার আলী (৫৪), মিজান ভূইয়া (৫৮), দুলু চন্দ দেব (৪৮) ও পারভেজ আহমেদ (২৪)।
আটকের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।