সিলেটে ডিবির জালে আটক ৬ জুয়াড়ি

Daily Ajker Sylhet

admin

০৪ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ণ


সিলেটে ডিবির জালে আটক ৬ জুয়াড়ি

স্টাফ রিপোর্টার:
সিলেটে ৬ জুয়াড়িকে আটক করেছে মহনগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ মে) দিবাগত রাত ১টার দিকে শাহপরাণ (রহ) থানাধীন সাদিপুরস্থ এলাকার নাদিয়া লাইব্রেরী এন্ড গ্রাফিক্স কেয়ার নামক দোকানের ৩য় তলা থেকে তাদেরকে আটক করা হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন, শাহপরাণের সাদিপুর-১ এলাকার রঞ্জিত দাস (৫২), লায়েক আহমদ (৬০), সুনামগঞ্জ সদরের মিঠু মিয়া (৪০), ছাতকের মো. বাচ্চু মিয়া (৪৫), শাহপরাণের আল বারকা এলাকার আলাল আজমদ (৪৬), ব্রাহ্মনবাড়িয়া সদরের জাহাঙ্গীর (৫৪)। আটকদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শাহপরাণ (রহঃ) থানায় নন এফআইআর প্রসিকিউশন রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে, পুলিশ স্কর্টের মাধ্যমে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

Sharing is caring!