Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টি ২০ তে আগ্রাসী খেলতে চায় সাকিবরা

admin

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
টি ২০ তে আগ্রাসী খেলতে চায় সাকিবরা

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
নেটে ব্যাট করছেন শান্ত, লিটন, হৃদয়রা। সেটি পছন্দ হচ্ছিল না কোচ চন্ডিকা হাথুরুসিংহের। ব্যাট হাতে নিয়ে নিজেই দেখিয়ে দিলেন কীভাবে খেলতে হবে বিগ শট।

কোচের ওষুধে কাজ হলো। একের পর এক উড়িয়ে মারতে শুরু করেন ব্যাটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে সোমবার চট্টগ্রামে প্রথম টি ২০তে আগ্রাসী ব্যাটিং করতে চায় বাংলাদেশ। অনুশীলনে তারই আভাস।

এদিকে আয়ারল্যান্ড জানিয়েছে, তারা বাংলাদেশকে ভয় পায় না। শনিবার বেলা ২টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামে টাইগাররা। জন্মদিনে ঢাকায় নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকায় দলের সঙ্গে আগেরদিন আসতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান।

Manual5 Ad Code

কাল সকালে চট্টগ্রামে পৌঁছে দলে যোগ দেন সাকিব। তার সঙ্গে মাঠে হাথুরু প্রায় আধা ঘণ্টা কথা বলেন।

গত কয়েকদিন ধরে হালকা বৃষ্টি হলেও শনিবার চট্টগ্রামে ছিল রোদ। বিকাল ৫টা পর্যন্ত চলে অনুশীলন। বোলিংয়ে মোস্তাফিজ, তাসকিন, নাসুম, হাসান মাহমুদদের কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। ব্যাটিংয়ে শান্ত, লিটন, হৃদয় ঘাম ঝরিয়েছেন।

Manual5 Ad Code

একই মাঠে সকালে অনুশীল সেরে আয়ারল্যান্ড দল বেলা সাড়ে ১২টার দিকে চলে যায় ভাটিয়ারি গলফ ক্লাবে। তার আগে সংবাদ সম্মেলনে কথা বলেন অলরাউন্ডার রস এডেয়ার। জানালেন, তার দল আগ্রাসী ক্রিকেট খেলবে। তারা মোটেও ভয় পান না বাংলাদেশকে। যদিও সিলেটে ওয়ানডে সিরিজে টাইাগারদের সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড।

চট্টগ্রামে টি ২০ দিয়ে ঘুরে দাঁড়াতে চায়। এক প্রশ্নের জবাবে এডেয়ার বলেন, ‘আমরা যেমন শৃঙ্খলাবদ্ধ থাকতে চাই, তেমনি আগ্রাসী। আমরা বাংলাদেশকে ভয় পাই না। তাদের ওপর চড়াও হতে চাই। দেখা যাক কী হয়।’

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

শেয়ার করুন