জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার, গ্রেফতার ৪

Daily Ajker Sylhet

admin

০৯ মে ২০২৪, ০৬:৫১ অপরাহ্ণ


জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার, গ্রেফতার ৪

জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে চুরি যাওয়া তিনটি অটোরিকশা উদ্ধার ও চুরির সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৩ মে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তিনটি অটোরিকশা টমটম চুরি হয়। এ ঘটনায় উপজেলার নারিকেলতলা গ্রামের শাহাব উদ্দিন জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে মোহন আহমেদ(২৫) ও জুবেদ মিয়া (৩২) নামে দুই জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলার মনসুরপুর গ্রামের এনাম উদ্দিনের বাড়ি থেকে মঙ্গলবার ভোর রাতে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়।

এ সময় আবু সালেহ ও রায়েল আহমেদ নামে তাদের সহযোগী আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, চোরাই তিনটি অটোরিকশা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

Sharing is caring!