এসএসসি : বিয়ানীবাজারে পাশের হার ৬৭.৯০, দাখিলে ৬৯.১৬%
১২ মে ২০২৪, ০৮:০৩ অপরাহ্ণ
বিয়ানীবাজার সংবাদদাতা:
এসএসসি ও সমমনা পরীক্ষার ফলাফলে বিয়ানীবাজার উপজেলায় আশানুরূপ সাফল্য অর্জিত হয়নি। এখানে এসএসসিতে ৬৭.৯০, দাখিলে ৬৯.১৬ ও ভোকেশনালে ৪৭.২৭ শতাংশ শিক্ষার্থী পাশ করে। এবার উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় পাসরে হার, জিপিএ-৫ র্অজনরে দকি দয়িে এগিয়ে ছাত্ররা।
শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার থেকে অংশগ্রহণ করে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫৪৬ জন শিক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৪০৮ জন। গড় পাশের হার ৬৭.৯০ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬১ জন শিক্ষার্থী।
এবারও পরীক্ষায় পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন।
এদিকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬১ জন শিক্ষার্থী। উত্তীর্ণ ৩৮৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৫ জন। পাশের হার ৬৯.১৬ শতাংশ।
একমাত্র ভোকেশনাল কেন্দ্র হিসেবে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৬ জন শিক্ষার্থী, পাশের হার ৪৭.২৭ শতাংশ।
বিয়ানীবাজারে এসএসসরি ফলাফল হতাশাজনক উল্লেখ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মৌলুদুর রহমান বলেন, এখনো শিক্ষাপ্রতিষ্টানগুলো করোনার ধাক্কা কাটিয়ে ওঠতে পারেনি।