ভাইস চেয়ারম্যান প্রার্থী রুনুর মনোনয়ন বৈধ ; প্রতীক বরাদ্দ যেকোনো সময়!
১৩ মে ২০২৪, ০৪:০৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে নানা জটিলতা এর প্রতিকূলতা কাটিয়ে অবশেষে মনোনয়ন বৈধ হয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক রুনুর। সোমবার হাইকোর্টের আদেশে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত যেকোনো সময়ের মধ্যে প্রতীক পেতে পারেন আশরাফুল হক রুনু বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই আমিনুল হক দিলু।
উল্লেখ্য, আশরাফুল হক রুনু নির্বাচনের পূর্বে থেকে ছাত্ররাজনীতি থেকে শুরু করে সমাজ সেবায় নিয়জিত থাকার পাশাপাশি নির্বাচনে মাঠে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন।