সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন রবিবার

Daily Ajker Sylhet

admin

১৮ মে ২০২৪, ০৮:২৩ অপরাহ্ণ


সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন রবিবার

প্রেস বিজ্ঞপ্তি:
সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়ে মানববন্ধনের আহবান জানানো হচ্ছে। সিলেটের নাগরিকবৃন্দের ব্যানারে রবিবার ( ১৯ মে) বিকাল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ভ্রমনপিপাসু মানুষদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে। এবং অবহেলিত সিলেটের রেলপথ সেক্টরকে জনসম্মুখে তুলে ধরতে এই আয়োজন করেছেন সিলেটের সচেতন নাগরিকবৃন্দ।

শনিবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেটের সকল ভ্রমনপিপাসু মানুষসহ সর্বসাধারণকে মানববন্ধনে অংশগ্রহনের আমন্ত্রন জানিয়েছেন আয়োজকরা।

Sharing is caring!