সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

Daily Ajker Sylhet

admin

১৯ মে ২০২৪, ০১:১৫ অপরাহ্ণ


সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধোপাগুল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) বিকালে ঢাকার একটি হাসপাতালে শিপু চক্রবর্তী (৩০) নামের ওই যুবকের মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে তিনি ধোপাগুল এলাকায় দুর্ঘটনার শিকার হন।।

নিহত শিপু চক্রবর্তী সিলেটের গোয়াইনঘাট উপজেলার কামাইদ গ্রামের সুদর্শন চক্রবর্তীর ছেলে।

শিপুর পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে সিলেটের দিকে আসছিলেন শিপু ও তার এক বন্ধু। তাদের মোটরসাইকেল ধোপাগুল এলাকায় আসলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে শিপু ও তার মোটরসাইকেলচালক বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহত দুজনের মধ্যে শিপুর অবস্থা ছিলো আশঙ্কাজনক।

শিপুকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হলে বিকাল ৫টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে রাতে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয় এবং রবিবার (১৯ মে) সকাল ১০টায় বাড়িসংলগ্ন শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

Sharing is caring!