উপজেলা নির্বাচন : কোম্পানীগঞ্জে জয়ের পথে মজির উদ্দিন

Daily Ajker Sylhet

admin

২১ মে ২০২৪, ০৭:৫০ অপরাহ্ণ


উপজেলা নির্বাচন : কোম্পানীগঞ্জে জয়ের পথে মজির উদ্দিন

কোম্পানীগঞ্জ সংবাদদাতা:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ৩টি উপজেলায় মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। এ নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে জয়ের পথে। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম (মোটরসাইকেল প্রতীক)।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমানে ১ লক্ষ ১৯ হাজার ৯শ ৪২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭ম ৫৫ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ১শ ৮১ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৪০টি।

Sharing is caring!