জামালগঞ্জ ১০ হাজার ভোটে এগিয়ে শামীম

Daily Ajker Sylhet

admin

২১ মে ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ণ


জামালগঞ্জ ১০ হাজার ভোটে এগিয়ে শামীম

সুনামগঞ্জ সংবাদদাতা:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩৪ কেন্দ্রের ফলাফলের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১০ হাজার ভোটের ব্যবধানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম এগিয়ে রয়েছেন বলে জানা যায়।

প্রার্থীদের এজেন্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫২ টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রের মধ্যে মোটরসাইকেল প্রতীকে রেজাউল করিম শামীম পেয়েছেন পেয়েছে ২০ হাজার ৭৮২ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইকবাল আল আজাদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৪৯ ভোট।

এছাড়াও বিএনপির বহিস্কৃত নেতা নুরুল হক আফেন্দি আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫০০ ভোট। এই উপজেলায় মোটার ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৩২ হাজার ২৭৬ ভোট।

Sharing is caring!