লাখ টাকার চোলাই মদসহ আটক ১

Daily Ajker Sylhet

admin

২৩ মে ২০২৪, ০১:২৩ অপরাহ্ণ


লাখ টাকার চোলাই মদসহ আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১২০ লিটার চোলাইমদ ও ১০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াস) সহ বিধু রবিদাস (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। জব্দকৃত চোলাই মদ ও উপকরণের মুল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানা গেছে।

বুধবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহানগর রবিদাস পাড়ায় অভিযান চালিয়ে উল্লেখিত চোলাইমদ ও উপকরণ সহ তাকে আটক করা হয়।আটক বিধু রবিদাস কাকাইলছেও ইউনিয়নের শাহানগর রবিদাস পাড়ার মৃত পূর্ণ রবিদাসের পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে , বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার রায় তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল কাকাইলছেও ইউনিয়নের শাহানগর রবিদাস পাড়ায় প্রায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাইমদ ও ১০০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াস) সহ বিধু রবিদাসকে আটক করেন। এ সময় চোলাইমদ রাখার মাঠির তৈরি বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ ঘঠণার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বিধু রবিদাসসহ তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!