বিয়ানীবাজার উপজেলা পরিষদে বিজয়ী হলেন যারা
৩০ মে ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুণরায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লব। ভাইস চেয়ারম্যান পদে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা আব্দুল্লাহ আল মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জেসমিন নাহার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বুধবার দিনব্যাপী বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে বিয়ানীবাজার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। গভীর রাতে সহকারি রিটার্নিং অফিসার অসীম জ্যোতি ফলাফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে বিজয়ী আবুল কাশেম পল্লব স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ বলয়ের বিরোধী লোক হিসেবে পরিচিত। মূলত: নাহিদ বিরোধী সেন্টিমেন্ট কাজে লাগিয়ে তিনি এবারও নির্বাচনী বৈতরনী পার হন। এছাড়াও তার পক্ষের বিপুল সংখ্যক কর্মী সমর্থক ভোটকেন্দ্রে ভোটারদের নিয়ে আসতে সক্ষম হন।
এখানে চেয়ারম্যান পদে তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে আশরাফুল হক রুনু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন।