নদীতে ভাসছিলো বৃদ্ধার মরদেহ
০২ জুন ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ণ
জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ীতে নদীতে ভাসমান অবস্থায় বদরুন নেছা (৬২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২ জুন) দুপুর ১টায় জুড়ী-ফুলতলা সড়কের রানীমুরা এলাকায় জুড়ী নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের মৃত আকমল আলীর বোন বদরুন নেছাকে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের পশ্চিম গোয়ালবাড়ি গ্রামে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ও নিঃসন্তান হওয়ায় ভাইয়ের বাড়িতে থাকতেন। রোববার সকাল ৯ টায় তিনি বাড়ি থেকে বের হন। দুপুরের দিকে জুড়ী নদীর রানীমুরা নামক স্থানে এক বৃদ্ধার লাশ ভাসার খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে বদরুন নেছার লাশ সনাক্ত করেন।
জুড়ী থানার এস আই উবায়েদ আহমদ বলেন- বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।