বালাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু

Daily Ajker Sylhet

admin

০৪ জুন ২০২৪, ১২:২১ অপরাহ্ণ


বালাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার:
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চর আলাপুর গ্রামে নিজবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খন্দকার মবরুর উদ্দিন রুমেল (৪৫) নামে ২ সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (০৩ জুন) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত খন্দকার মবরুর উদ্দিন রুমেল চর আলাপুর গ্রামের মৃত খন্দকার ছয়েফ উদ্দিন আহমদের ছোট ছেলে।

তিনি সকালে নিজের গৃহপালিত গরু আনতে গিয়ে বসতঘরের নিকটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, বড়ভাই খন্দকার ফখর উদ্দিন লোহিত, ৩ বোন এবং দুই মেয়ে ফাইজা (৭বছর) এবং দেড় বছর বয়সী মেয়ে লিবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চর আলাপুর পঞ্চায়েত কমিটির সভাপতি, স্থানীয় বিএনপি নেতা ও তরুণ সমাজকর্মী খন্দকার মবরুর উদ্দিন রুমেলের আকস্মিক মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন।

সোমবার (০৩ জুন) বিকাল পৌনে ৬টায় চর আলাপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে আলাপুর বড় মোকাম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় বালাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসার শিক্ষাসচিব মাওলানা নোমানুল হক চৌধুরী, নিহত খন্দকার মবরুর উদ্দিন রুমেল’র বড়ভাই খন্দকার ফখর উদ্দিন লোহিত, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার আহবায়ক হাজী এম.এ মালেক, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, ইউপি সদস্য বাবরু মিয়া, তারা মিয়া, আশিকুর রহমান আশিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি এসএম হেলাল, প্রচার ও দফতর সম্পাদক তারেক আহমদ, সাংবাদিক এমএ কাদির প্রমুখ শত শত শোকাহত এলাকাবাসী শরিক হন। এদিকে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির নেতা খন্দকার মবরুর উদ্দিন রুমেল’র মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক।

তিনি এক বিবৃতিতে খন্দকার রুমেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Sharing is caring!