বন্যার পানিতে শিশুর নিথর দেহ

Daily Ajker Sylhet

admin

০৪ জুন ২০২৪, ০৮:০৫ অপরাহ্ণ


বন্যার পানিতে শিশুর নিথর দেহ

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে বন্যার পানি থেকে অজ্ঞাত এক কন্যা সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ সদর ইউপির গদিরাশি গ্রামের পাশ্ববর্তী বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, পানিতে একটি কন্যাসন্তানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বন্যার পানির সঙ্গে হয়তো ভারত থেকে শিশুর লাশটি ভেসে এসেছে।

তিনি বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

Sharing is caring!