দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

Daily Ajker Sylhet

admin

০৫ জুন ২০২৪, ০৪:৪২ অপরাহ্ণ


দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জ সংবাদদাতা:
সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের তৈমুরনগর গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ।

বুধবার (৫ জুন) সকাল ৭টার দিকে গৃহবধূর শ্বশুরবাড়ি তৈমুরনগর থেকে এ লাশটি উদ্ধার হয়।

নিহতের নাম তানজিনা আক্তার (২২)। সে ওই ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের নোয়াব আলীর মেয়ে। তিনি ১ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী ছিলেন।

নিহতের ভাই ইসমাইল জানান, দীর্ঘদিন ধরে স্বামীর সাথে আমার বোনের মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল, এরআগেও স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন একটি মামলা করি, সে মামলায় দেড়মাস জেল কেটেছে। আমার বোনের শরীরের বিভিন্ন জায়গা আঘাতের চিহ্ন রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম জানান, তানজিনা আক্তারের শ্বশুর বাড়ীর একটি কক্ষের লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় তার লাশ স্বজনের সহযোগিতায় উদ্ধার করা হয়। আরও জানান, তার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আমরা চেষ্টা করছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই জানিয়েছেন- এ বিষয়ে তিনি একটি অভিযোগ দায়ের করবেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!