দোয়ারাবাজারে খেলনা পিস্তল উদ্ধার

Daily Ajker Sylhet

admin

০৯ জুন ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ণ


দোয়ারাবাজারে খেলনা পিস্তল উদ্ধার

দোয়ারাবাজার সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশেষ অভিযান চালিয়ে অবশেষে একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে দোয়ারাবাজার থানার এসআই (তদন্ত) শামসুদ্দিন, এসআই সম্রাজ, অনুপম ও এনামুল হক মিঠুর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায় উপজেলার সুরমা ইউনিয়নের বরকত নগর গ্রামের আপ্তাব উদ্দিনের বাড়িতে। দীর্ঘ অভিযান চালিয়ে অবশেষে ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে তাৎক্ষনিক সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) রণজয় মল্লিক ও দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের অভিযানে একটি খেলনা পিস্তল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বিরাজমান ছিল ওই পরিবারে। কিন্তু পারিবারিক দ্বন্ধ নিরসন হতে পারে এমন ধারণায় ইদানিং ক্রয় করে বাড়িতে রাখা হয়েছিল একটি খেলনা পিস্তল।

Sharing is caring!