স্ত্রীকে নিয়ে হজে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

Daily Ajker Sylhet

admin

১১ জুন ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ণ


স্ত্রীকে নিয়ে হজে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার সহধর্মিণী নুরান ফাতেমাও রয়েছেন।

মঙ্গলবার ভোরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন মন্ত্রী।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান।

হজ যাত্রার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার নিজ নির্বাচনি এলাকার জনগণকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার কাছে তার ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

Sharing is caring!