সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি’র পুরষ্কার পেয়েছেন শ্যামল বণিক
১১ জুন ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি:
সুনামগঞ্জ জেলা পুলিশে শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পেলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক।
রবিবার (৯ জুন) সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শ্যামল বণিকের হাতে পুরষ্কার তুলে দেন।
শ্যামল বণিক সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় অধিক সংখ্যাক মামলা নিষ্পত্তি ও গ্রেফতারী পরোয়ানা তামিল করে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ভাবে জনতার সেবায় অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরষ্কার পেয়েছেন। এর আগেও তিনি সিলেট রেঞ্জের সেরা পুরষ্কার পেয়েছেন।
ওসি শ্যামল বণিক ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি নিষ্ঠারসহিত দায়িত্ব পালন করে আসছেন।