বালুবাহী ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
১১ জুন ২০২৪, ০৭:১৩ অপরাহ্ণ
হাজীগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে চাঁদপুর কুমিল্লা সড়কের বাকিলা এলাকার গোগরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার গোগরা হাওলাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে সবুজ (২০), পিংকি নামে এক অন্তঃসত্ত্বা ও তার স্বামী মোজাম্মেল হক (৩৬)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ২নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।
স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান জানান, চাঁদপুর থেকে আসা বালুবাহী ট্রাক ও চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সবুজ মারা যান। ৩ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হলে পিংকি ও মোজাম্মেল হকের মৃত্যু হয়। ১ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হওয়ার পর এলাকাবাসীর সহযোগিতায় পুনরায় যান চলাচল শুরু হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ২ জনের লাশ হাসপাতালে রয়েছে।