সিলেটে আলোচিত সেই চিনিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১
১৩ জুন ২০২৪, ০১:২৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেটে ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার১১৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার মামলায় একজন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার ( ১২ জুন) বিমানবন্দর থানাধীন রংগীটিলা এলাকা হতে আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মনসুর আলী (৩৮) রংগীটিলা এলাকার মো. রুস্তুম আলীর ছেলে।
পুলিশসূত্রে জানা যায়, গ্রেফতার পরবর্তী ওই আসামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এছাড়া মামলা সংক্রান্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ওই আসামী স্বেচ্ছায় ফৌজাদরী কার্য বিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদান করে। আসামীর দেওয়া তথ্য সমূহ যাচাই-বাছাই সহ অপরাপর আসামীদের শনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত, গত ৬ জুন জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউপিস্থ উমাইরগাঁও সাকিনের ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে জালালাবাদ থানা পুলিশ ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে।
এসময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনার প্রেক্ষিতে জালালাবাদ থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে 25 B(1) (b)/25 D তে মামলা রুজু করা হয়। মামলা রুজুর পরবর্তীতে সময়ে ঘটনায় জড়িত অজ্ঞাতনামা চোরাকারবারীদের গ্রেফতারের নিমিত্তে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চালায়।