পুরোনো জুটির ‘বিষ দাঁত’

Daily Ajker Sylhet

admin

২৩ জুন ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ


পুরোনো জুটির ‘বিষ দাঁত’

বিনোদন ডেস্ক:
বৃন্দাবন দাসের রচনায় এক সময় নিয়মিতই দেখা যেত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং শাহনাজ খুশিকে। কিন্তু দিন যত যাচ্ছে সেই সংখ্যা তত কমছে। তবে এবার ঈদে তাদের একসঙ্গে পাচ্ছেন দর্শকরা। আজ এনটিভিতে সন্ধ্যা ৬টায় প্রচার হবে এই জুটির নাটক ‘বিষ দাঁত’।

বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশির সঙ্গে অভিনয় করেছেন সারিকা, জয়রাজ, প্রাণ রায়, জাভেদ গাজী প্রমুখ। গল্পে দেখা যাবে, পাশাপাশি বাড়িতে একজন পুরুষ এবং এক নারী একাকী বাস করে। দুজন প্রায় সমবয়সী। তবে দুজনের সাথে সাপে নেউলে সম্পর্ক।

পুরুষ মানুষটি প্রচণ্ড ঝগড়াটে। যেকোনো বিষয়ে মানুষের সাথে ঝগড়া বাধিয়ে দেয়। অবস্থা এমন যে ঝগড়া না করতে পারলে তার যেন পেটের ভাত হজম হয় না। সে মহিলা মানুষকে অভিশাপ দেয় এবং কথিত আছে তার অভিশাপ ফলে যায়। যে কারণে গ্রামের মানুষ তাকে ভয় পায়, সবার ধারণা তার দাঁতে বিষ আছে।

Sharing is caring!