সিলেটের বিয়ানীবাজারে এবার ৩৯২ বস্তা চোরাই চিনিসহ আটক ১

Daily Ajker Sylhet

admin

২৩ জুন ২০২৪, ০১:৪৯ অপরাহ্ণ


সিলেটের বিয়ানীবাজারে এবার ৩৯২ বস্তা চোরাই চিনিসহ আটক ১

স্টাফ রিপোর্টার:
সিলেটে এবার ৩৯২ বস্তা ভারতীয় চোরাইচিনিসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুরস্থ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোষ্ট থেকে ট্রাকসহ চোরাইমাল জব্দ করে পুলিশ।

এসময় আটককৃত গাড়ীচালক দেলোয়ার হোসেন (৪৪) বিয়ানীবাজারের বড়দেশের আব্দুল খালিকের ছেলে।

মহনগর পুলিশের মিডিয়া কর্মকতা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৩৯২ বস্তা ভারতীয় চোরাইচিনির বাজারমূল্য রয়েছে ২১ লাখ ৫৬ হাজার টাকা।

আটককৃত গাড়ীচালকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণসুরমা থানায় মামলা করা হয়েছে; আদলতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।

Sharing is caring!