সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

Daily Ajker Sylhet

admin

২৬ জুন ২০২৪, ০৪:২৬ অপরাহ্ণ


সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় হাইওয়ে পুলিশের একজন কনস্টেবল মারা গেছেন। নিহত পুলিশের কনস্টেবলের নাম রবিউল হক (২৫)।

বুধবার (২৬ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত রবিউল হক চট্রগামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।

পুলিশ জানায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকায় প্রতিদিনের ন্যায় হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। ভোর সাড়ে ৫ টায় দিকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-৪৬৬৭) চেকপোস্ট অমান্য করে সড়কে দাড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হক কে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় ট্রাক চালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মোঃ মনিরুল ইসলাম (২৬) কে আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রবিউলকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে।

Sharing is caring!