বিয়ানীবাজারে পানিতে ডুবে যুবকের মৃত্যু
০৩ জুলা ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। পাবেল আহমদ (২৫) নামের ওই যুবক বুধবার ভোরে বাড়ির পাশে মাছ ধরতে যায়। কিন্তু দীর্ঘ সময়েও সে বাড়ি ফিরে না আসায় তার পিতা রফিক উদ্দিন তাকে খোজাঁখুজি শুরু করেন।
একপর্যায়ে মাছ ধরার স্থানে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পাবেলকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাবেলের বাড়ি উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, মূলত পানিতে ডুবেই পাবেলের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনকালে কোন কিছু ধরা পড়েনি। তাছাড়া তার পিতা-মাতা ও স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার লোকজন মৃত্যু নিয়ে তাদের কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন।