খালেদা জিয়ার মুক্তি দাবি, বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Daily Ajker Sylhet

admin

০৪ জুলা ২০২৪, ১২:২২ অপরাহ্ণ


খালেদা জিয়ার মুক্তি দাবি, বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর :

নেত্রকোনায় বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আহমেদ আজম খান। জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আহমেদ আজম খান, জেলা বিএনপির আহ্বায়ক ডা. ডা. আনোয়ারুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সাবেক সম্পাদক আবু তাহের তালুকদার ও মাহফুজুল হক। জয়পুরহাটে শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য ফয়সল আলিম এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ-সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা প্রধান এবং বিশেষ অতিথির বক্তব্য দেন। এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওহাব, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা তাঁতি দলের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। রাঙামাটি বিএনপির সভাপতি দীপন তালুদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, জেলা বিএনপির শীর্ষ নেত্রী মৈত্রী চাকমা, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম-সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ। মুন্সীগঞ্জে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচীব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মো. মহিউদ্দিন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোলায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা মজিবর রহমান সরোয়ার। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মজিবর রহমান সরোয়ার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহ্বয়ক হারুন অর রশিদ, যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা বিএনপির নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, উপজেলা বিএনপির সম্পাদক হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনসহ প্রমুখ। মাগুরায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। জেলা বিএনপি আহ্বায়ক আলী আহম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপি সদস্য সচিব আকতার হোসেন, অন্যতম সদস্য মনোয়ার হোসেন খান। টাঙ্গাইলে সমাবেশ করেছে জেলা বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, সহসাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সদস্য এসএম ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

Sharing is caring!